JanaBD.ComLoginSign Up

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..
Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "JanaBD.Com"

বয়ফ্রেন্ডের সঙ্গে সোনমের ছবি প্রকাশ্যে

বিবিধ বিনোদন 25th Jul 2017 at 11:52pm 403
বয়ফ্রেন্ডের সঙ্গে সোনমের ছবি প্রকাশ্যে

দিল্লির ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে যে সোনম কাপূরের বিশেষ সম্পর্ক রয়েছে তা নিয়ে বলিউড মহলের গুঞ্জন দীর্ঘ দিনের। তবে কেউই এখনও প্রকাশ্যে প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেননি। তবে এবার প্রকাশ্যে এল তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি। আনন্দ আহুজা সম্প্রতি ইনস্টাগ্রামে সোনমের সঙ্গে কাটানো কিছু মুহূর্তের ছবি শেয়ার করেছেন।

ইন্ডাস্ট্রি সূত্রে জানা যায়, গত দু’বছর ধরে ডেটিং করছেন সোনম ও আনন্দ। তাঁদের পারিবারিক সম্পর্কও খুব ভালো। এ বছরের জাতীয় পুরস্কার বিতরণি অনুষ্ঠানে দর্শকাসনে অনিল কপূরের পাশে বসেছিলেন আনন্দ। সোনম তখন মঞ্চে। আবার সোনমের জন্মদিনেও বিশেষ পার্টির আয়োজন করেছিলেন আনন্দ।

সম্পর্ক যে সত্যিই রয়েছে সে বিষয়ে বলি মহলের আর কোনও সন্দেহ নেই। তবে কবে তাঁরা বিয়ে করবেন সে বিষয়ে এখনও কিছু জানাননি সোনম।

তথ্যসূত্রঃ কালের কন্ঠ

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..

Googleplus Pint
Like - Dislike Votes 0 - Rating 0 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)