JanaBD.ComLoginSign Up

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..
Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "JanaBD.Com"

হাত ছাড়াই ক্যাটরিনার পুশ আপস!

বিবিধ বিনোদন 27th Jul 2017 at 4:13pm 304
হাত ছাড়াই ক্যাটরিনার পুশ আপস!

নিজেদের জীবনের টুকরো টুকরো ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রামে শেয়ার করাটা বেশ পছন্দ বলিউড তারকাদের। যে যখন পারছেন, করছেন। এই তালিকায় একটু দেরিতে ঢুকেছেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ। কিন্তু তাতে কী?

ইনস্টাগ্রামে এসেই মাত করে দিয়েছেন ক্যাটরিনা। সবাইকে পিছনে ফেলে দিয়েছেন দৌড়ে! কখনও সমুদ্রে সার্ফিংয়ের ভিডিও তো কখনও নিজের ‘কালা চশমা’র জিরো সাইজ ফিগারের রহস্য জানাতে পুশ-আপস ভিডিও। একের পর এক। কে বলবে, ইনস্টাগ্রামে নতুন ক্যাটরিনা।

আনন্দবাজার পত্রিকার খবরে জানানো হয়, মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম পেজে একটি ভিডিও পোস্ট করেছেন ক্যাট। লিখেছেন, 'ওয়ার্মিং আপ অন সেট'।

কিন্তু শুটিং সেটে থাকার সময় কি এই ভাবেই ওয়ার্কআউট করেন অভিনেতা, অভিনেত্রীরা? প্রশ্নটা কিন্তু উঠতেই পারে। ক্যাটরিনা সত্যি সত্যিই নোংরা মাটিতে পুশ-আপস করেছেন। অন্তত ভিডিও তো সে কথাই বলছে।

হ্যাঁ, ভিডিওটা না দেখলে আপনার বিশ্বাস না হওয়ারই কথা। ফ্যানেদের বোকা বানাতেই এমন মজার ভিডিও আপলোড করেছেন ক্যাট। বন্ধুর সাহায্য নিয়ে একটি কাঠের পাটাতনের উপর শুয়ে পুশ-আপের ভান করেছেন ‘জগ্গা জসুস’-এর অভিনেত্রী।

আপাতত মরোক্কোয় ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির শুটিংয়ে ব্যস্ত ক্যাটরিনা। ছবিতে সালমান খানের সঙ্গে ফের জুটি বাঁধছেন তিনি।

তথ্যসূত্রঃ সমকাল

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..

Googleplus Pint
Like - Dislike Votes 0 - Rating 0 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)