JanaBD.ComLoginSign Up

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..
Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "JanaBD.Com"

মটোরোলার ফোনে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা

মোবাইল ফোন রিভিউ 29th Jul 2017 at 5:24pm 142
মটোরোলার ফোনে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা

লেনোভোর মালিকানাধীন প্রতিষ্ঠান মটোরোলা নতুন একটি ফোন বাজারে আনছে। ফোনটির মডেল মটো এক্স৪। সম্প্রতি মটোরোলার ওয়েবসাইটে সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে। ফোনটির মূল্য ধরা হয়েছে ৩৫০ ইউরো।

মটোরোলার চতুর্থ প্রজন্মের এই ফোনটিতে থাকছে ৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১০৮০x১৯২০ পিক্সেল। এটি অ্যানড্রয়েড ৭.১.১ নুগাট অপারেটিং সিস্টেম চালিত।

কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩০ চিপসেট সম্বলিত এই ফোন দুইটি ভার্সনে পাওয়া যাবে। একটিতে থাকছে ৩ জিবি র‌্যাম এবং ১৬ জিবি রম। অন্য ভার্সনটি পাওয়া যাবে ৪ জিবি র‌্যাম এবং ৩২ জিবি রমে।

ছবির জন্য ফোনটিতে আছে ১৬ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। রিয়ারে থাকছে ১২ মেগাপিক্সেল এবং ৮ মেগাপিক্সেলের দুই ক্যামেরা।

ফোনটি আইপি ৬৮ রেটিং প্রাপ্ত। অর্থাৎ ফোনটি পানি ও ধুলোবালি প্রতিরোধী।

ব্যাকআপের জন্য ফোনটিতে ৩৮০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এতে ফাস্ট চার্জিং টেকনোলজি আছে। এছাড়াও এতে ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে।

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..

Googleplus Pint
Like - Dislike Votes 0 - Rating 0 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)