JanaBD.ComLoginSign Up

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..
Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "JanaBD.Com"

সঞ্জয় দত্তের সেরা পাঁচ

সিনেমা জগৎ 30th Jul 2017 at 1:22pm 373
সঞ্জয় দত্তের সেরা পাঁচ

রোমান্টিক, কমেডি, অ্যাকশন কিংবা খলনায়ক- সব চরিত্রেই অনবদ্য সঞ্জয় কুমার। অভিনয় দিয়ে নিজের জাত চেনানো এ তারকা মধ্যিখানে ছিলেন বলিউডের রূপালি জগত থেকে দূরে।

ভারত সরকারের দেওয়া অস্ত্র মামলায় গত কয়েক বছর কাটিয়েছেন কারাগারে। চলতি বছর মুক্তি পেয়েই ফিরে এসেছেন অভিনয়ে। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে সুনাম কুড়ানোর পাশাপাশি জড়িয়েছেন নানা বিতর্কে। তবুও দর্শকের হৃদয়ে আজও টেউ তোলে এ তারকার অসাধারণ কিছু চরিত্র।

৫৮তম জন্মদনে জেনে নিন এ তারকা সেরা পাঁচটি চরিত্রের কথা. . .

১. সড়ক
১৯৯১ সালের সাড়াজাগানো রোমান্টিক থ্রিলার ‘সড়ক’। পূজা ভাট ও সঞ্জয় দত্ত অভিনীত এ সিনেমাটি নানা কারণেই আলোচনার জন্ম দিয়েছিলো সে সময়। এ ছবিতে রবি নামের এক ট্যাক্সি ড্রাইভারের চরিত্রে সঞ্জয়ের অনবদ্য অভিনয় নজড় কেড়েছিলো সকলের।

২. সজন
অবিশ্বাস্য হলেও সত্যি এক সময় রীতিমতো রোমান্টিক হিরো’র ভূমিকায় দেখা গেছে ‘সঞ্জু বাবা’কে। ১৯৯১ সালের ‍সাড়াজাগানো রোমান্টিক সিনেমা ‘সজন’য়ে বলিউড অভিনেত্রী মাধুরীর বিপরীতে প্রশংসিত হয়েছিলো সঞ্জয়ের অভিনয়। এমনকি এ ছবির পর মাধুরী ও সঞ্জয় দত্তকে নিয়ে প্রেমের গুজবও চাউর হয়েছিলো বলিউড পাড়ায়!

৩. খলনায়ক
‘খলনায়ক’ সিনেমাটিকে সঞ্জয় দত্তের যুগান্তকারী সিনেমা হিসেবে ধরা হয়। ১৯৯৩ সালের এ অ্যাকশন সিনেমায় বলরাম রাকেশ প্রকাশ ওরফে ‘বল্লু’ নামের এক নেতিবাচক চরিত্রে দুর্দান্ত অভিনয় করেন সঞ্জয়। এ ছবির মাধ্যমে প্রথম নেতিবাচক চরিত্রের জন্য পরিচিতি পান তিনি। এরপর বিভিন্ন সিনেমায় তাকে দেখা গেছে সাহসি ও নেতিবাচক চরিত্রে অভিনয় করতে।

৪. মুন্নাভাই এমবিবিএস
সঞ্জয় দত্তেকে সর্বাধিক জনপ্রিয়তা এনে দেয় রাজকুমার হিরানীর ‘মুন্নাভাই এমবিবিএস’ সিনেমাটি। ২০০৩ সালের অন্যতম সেরা ব্যবসাসফল সিনেমা হিসেবে বিবেচিত হয় এটি। এ ছবির পরবর্তী সিকুয়াল ‘লাগে রাহো মুন্নাভাই’ও দর্শকপ্রিয়তা পায়। সামনেই শুরু হবে এ ছবির তৃতয়ি কিস্তি ‘মুন্নাভাই চলে আমেরিকা’। ভারতের অন্যতম সেরা কমেডি চরিত্র হিসেবে বিবেচিত হয় সঞ্জয় দত্তের ‘মুন্নাভাই’ চরিত্রটি।

৫. অগ্নিপথ
২০১২ সালের অ্রাকশন থ্রিলার ‘অগ্নিপথ’য়ে সম্পূর্ণ ভিন্ন রূপে দেখা গেছে সঞ্জয়কে। জনপ্রিয়তায় মূল নায়ক হৃতিক রোশানকে টপকে গেছে এ সিনেমায় সঞ্জয় দত্ত অভিনীত দুষর্ধ অপরাধী চরিত্র ‘কাঞ্চা’। এ ছবির মাধ্যমে যেন আরও একবার নিজেকে চিনিয়েছিলেন ‘খলনায়ক’ তারকা। নেতিবাচক চরিত্রের এমন অসাধারণ রূপায়ণ কেবল মাত্র সঞ্জয়ের পক্ষেই সম্ভব!

তথ্যসূত্রঃ অনলাইন

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..

Googleplus Pint
Like - Dislike Votes 0 - Rating 0 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)