JanaBD.ComLoginSign Up

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..
Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "JanaBD.Com"

আফগানিস্তানে শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ৩০

আন্তর্জাতিক 2nd Aug 2017 at 10:43am 154
আফগানিস্তানে শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ৩০

আফগানিস্তানের পশ্চিমের হেরাত প্রদেশের একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত হয়েছে। এছাড়া আরও ৬৩ জন আহতের তথ্য জানিয়েছে দেশটির সরকারি কর্মকর্তারা। খবর অাল জাজিরার।

হেরাত পুলিশের মুখপাত্র আবদুল আহাদ ওয়ালিজাদা বার্তা সংস্থা এএফপিকে বলেন, মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮ টার দিকে হেরাতের মসজিদে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে উঠে এসেছে বন্দুকসহ সুইসাইড ভেস্ট পরা দু’জন জঙ্গি মসজিদে উপস্থিত হয়ে আত্মঘাতী হামলা চালিয়েছে। তারা দু’জনেই নিহত হয়েছে।

বিস্ফোরণে আহতদের বেশিরভাগই হেরাত শহরের প্রধান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রাজ্য গভর্নরের মুখপাত্র জালানি ফরহাদ জানিয়েছেন, নিহতের সংখ্যা ৫০ ছাড়িয়ে যাওয়ার অাশঙ্কা রয়েছে।

হেরাতের আইন-প্রণেতা মেহেদি হাদিদ বিস্ফোরণের সময় ঘটনাস্থলেই ছিলেন। বিস্ফোরণের বর্ণনা দিতে গিয়ে বিভৎস ও নৃশংস হিসেবে আখ্যা দেন তিনি। তার বিশ্বাস আহত-নিহত মিলিয়ে জাওয়াদিয়া মসজিদে শতাধিক লোক বিস্ফোরণের কবলে পড়েছেন।

মাগরিব এবং এশার নামাজের মাঝামাঝি সময়ে বিস্ফোরণ ঘটানো হয়। ওই সময় মসজিদটিতে তিন শতাধিক মুসল্লি উপস্থিত ছিল।

তথ্যসূত্রঃ জাগোনিউজ২৪

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..

Googleplus Pint
Like - Dislike Votes 0 - Rating 0 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)