JanaBD.ComLoginSign Up

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..
Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "JanaBD.Com"

আমিরের সিক্রেট সুপারস্টারের ট্রেইলার প্রকাশ

সিনেমা জগৎ 2nd Aug 2017 at 8:27pm 510
আমিরের সিক্রেট সুপারস্টারের ট্রেইলার প্রকাশ

বহুল প্রতীক্ষিত সিনেমা সিক্রেট সুপারস্টার। প্রযোজনার পাশাপাশি সিনেমাটিতে অভিনয়ও করছেন আমির খান। গত বছর সিনেমাটির টিজার প্রকাশ করা হয়। টিজারে অদ্ভুত সাজে হাজির হয়েছিলেন আমির খান। এতে তার সংলাপও ছিল বেশ হাস্যকর।

কয়েকদিন আগে প্রকাশ করা হয় সিনেমাটির পোস্টার। এবার মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেইলার। ২ আগস্ট ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয় ট্রেইলারটি।

ট্রেইলারে দেখা যায়, আমির খান একজন প্রসিদ্ধ সংগীত পরিচালক। তার নাম শক্তি কুমার। তাকে দেখে সংগীতে অনুপ্রাণিত হয় একটি মেয়ে। সে সংগীতশিল্পী হওয়ার স্বপ্ন দেখে। কিন্তু তার এই স্বপ্ন পূরণের পথে বাদ সাধেন তার বাবা। কিন্তু স্বপ্ন পূরণে দৃঢ় প্রতিজ্ঞ মেয়েটি। সঙ্গে পান শক্তি কুমারের অনুপ্রেরণা। শেষ পর্যন্ত বোরকা পরে নাম প্রকাশ না করে ইউটিউবে তার গান প্রকাশ করে রাতারাতি জনপ্রিয়ও হয়ে ওঠেন।

সিক্রেট সুপারস্টার সিনেমায় অভিনয় করেছেন জাইরা ওয়াসিম, মেহের ভিজ, রাজ অর্জুন প্রমুখ। এর আগে আমির খানের দঙ্গল সিনেমায় অভিনয় করেন জাইরা। সিক্রেট সুপারস্টার সিনেমাটির চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন আদভাইত চন্দন। আগামী দিওয়ালিতে মুক্তি পাবে সিনেমাটি।

তথ্যসূত্রঃ অনলাইন

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..

Googleplus Pint
Like - Dislike Votes 0 - Rating 0 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)