JanaBD.ComLoginSign Up

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..
Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "JanaBD.Com"

নেইমারের পর লা লিগা ছাড়ছেন রোনালদোও!

ফুটবল দুনিয়া 5th Aug 2017 at 11:16am 797
নেইমারের পর লা লিগা ছাড়ছেন রোনালদোও!

স্পেনের লা লিগার ভক্ত-অনুরাগীদের হৃদয় ভেঙে শুক্রবারই প্যারিস সেন্ট জার্মেইতে নতুন করে ঠিকানা গড়েন নেইমার। একইদিনে আরও এক চমকপ্রদ খবর প্রকাশ করেছে কাডেনা সার। এবার লা লিগা ছাড়ছেন ক্রিশ্চিয়ানো রোনালদোও!

তাদের প্রতিবেদনে উঠে আসা খবরে বলা হয়, সোমবার কর ফাঁকি মামলার শুনানিতে রোনালদো জানিয়েছেন যে, ‘ইংল্যান্ডে আমার কখনোই কোনো সমস্যা ছিল না। এ কারণেই আমি আবার সেখানে ফিরে যেতে চাই।’

স্পেনের কর ফাঁকির মামলা বেশ ভুগিয়েছে লিওনেল মেসি ও নেইমারকে। ব্রাজিলিয়ান তারকা তো শেষ পর্যন্ত ন্যু ক্যাম্পই ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। যদিওবা পিএসজিতে যাওয়ার এটাই তার প্রধান কারণ নয়। তবে কর ফাঁকি মামলার কারণে চরম বিরক্ত সিআর সেভেন।

এদিকে রিয়াল মাদ্রিদও দলের তিন আক্রমণভাগের একজনকে বিক্রি করে দিতে মরিয়া। রোনালদো, গ্যারেথ বেল নাকি করিম বেনজেমা? কে হতে পারেন সেই ফুটবলার? সে বিষয়ে অবশ্য সুনির্দিষ্ট কোনো কিছুর উত্তর মেলেনি তবে ১৮ বছরের তরুণ ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে কেনার ব্যাপারে বেশ আগ্রহী রিয়াল মাদ্রিদ!

তথ্যসূত্রঃ মেইল অনলাইন

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..

Googleplus Pint
Like - Dislike Votes 0 - Rating 0 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)