JanaBD.ComLoginSign Up

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..
Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "JanaBD.Com"

দেবের নতুন চরিত্র সম্পর্কে জানলে অবাক হবেন

সিনেমা জগৎ 9th Aug 2017 at 9:49am 1,297
দেবের নতুন চরিত্র সম্পর্কে জানলে অবাক হবেন

কমার্শিয়াল ছবি থেকে শুরু করে নানারকম অফবিট ছবিতে কাজ করতে দেখা গেছিল দেব কে।তবে এবারে একেবারে অন্য ধারার ছবিতে কাজ করেছেন তিনি। এবার তাঁর চরিত্র টা একেবারে আলাদা।এই নতুন ছবিতে তাঁর চরিত্র অনেক বেসি চ্যালেঞ্জিং।

দীনেশ গুপ্ত, বিনয় বসু ও বাদল গুপ্ত এই তিনটে নাম আমাদের সকলেরই প্রায় জানা। এই তিন বিপ্লবী কর্নেল সিম্পসনকে গুলি করে হত্যা করেছিলেন। অতিতের সেই ঘটনাকে আরও একবার উস্কে দিতে এই ঘটনা নিয়েই ছবি বানাচ্ছেন কমলেশ্বর মুখার্জি। ছবির নাম বিনয়-বাদল-দীনেশ। সূত্রের খবর, ছবিতে দীনেশের ভূমিকায় দেখা যাবে দেবকে। তবে ছবির নাম এখন পুরোপুরি ঠিক হয়নি।অন্যান্য চরিত্র নিয়েও মুখ খোলেননি কেউই।

দেব তার নিজের প্রোডাকশন হাউজ়ের ব্যানারেই এই ছবিটি বানাতে চলেছেন বলেও শোনা যাচ্ছে কানাঘুষো।এর আগে চ্যাম্প মুক্তি পেয়েছিলো তারই নিজস্ব প্রোডাকশন হাউস থেকে। দ্বিতীয় ছবি ককপিট এর ক্ষেত্রেও একি পরিকল্পনা রয়েছে দেবের। ককপিটের শুটিং শেষ হলেই এই নতুন ছবির কাজে মন দেবেন দেব।আর শুটিং লোকেশন এর জন্য প্রয়োজন হলে নবান্নে শুট করবেন বলেও জানিয়েছেন তিনি।এর জন্য মুখ্যমন্ত্রী কে চিঠিও পাঠিয়েছেন দেব।

তথ্যসূত্রঃ কলকাতা ২৪x৭

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..

Googleplus Pint
Like - Dislike Votes 0 - Rating 0 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)