JanaBD.ComLoginSign Up
জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..
Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "JanaBD.Com"

বাংলাদেশ বিপজ্জনক দল : স্মিথ

ক্রিকেট দুনিয়া Wed at 4:53pm 481
বাংলাদেশ বিপজ্জনক দল : স্মিথ

কেটে গেছে সব শঙ্কার মেঘ। দুই টেস্টের সিরিজ খেলতে আগামী ১৮ আগস্ট বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এর আগে বাংলাদেশকে নিয়ে সমীহ ঝরল অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ স্মিথের কণ্ঠে। তার মতে, বাংলাদেশ বিপজ্জনক দল।

বেতন-ভাতা নিয়ে বোর্ডের সঙ্গে খেলোয়াড়দের দ্বন্দ্বের কারণে প্রায় দুই মাস ব্যাট হাতে নেওয়া হয়নি স্মিথের। এ মাসের শুরুতে মিটে গেছে সেই দ্বন্দ্ব। স্মিথ তাই স্বস্তি বোধ করছেন। এখন ক্রিকেটেই তার পুরো মনোযোগ।

ফক্স স্পোর্টসে লেখা কলামে স্মিথ বলেছেন, ‘প্রায় দুই মাস ব্যাট হাতে নিইনি আমি- এটা আমার ক্ষেত্রে বিরল। কখনো এতটা দীর্ঘ সময় ক্রিকেটের বাইরে ছিলাম না, সুতরাং ব্যাট হাতে নিতে মুখিয়ে আছি আমি।’

বাংলাদেশ সফরকে সামনে রেখে বৃহস্পতিবার থেকে ডারউইনে সাত দিনের প্রস্তুতি ক্যাম্প শুরু করবে অস্ট্রেলিয়া দল। নভেম্বরে ঘরে মাঠে আছে অ্যাশেজ সিরিজ। তবে বাংলাদেশ সিরিজকে অ্যাশেজের প্রস্তুতি হিসেবে দেখছেন না অস্ট্রেলিয়া অধিনায়ক, ‘আপনি এত আগে অ্যাশেজের প্রস্তুতি শুরু করতে পারবেন না; এটা এমন একটা সিরিজ যার অর্থ আমাদের কাছে অনেক।’

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ আছে নবম স্থানে। তবে বাংলাদেশকে মোটেই খাটো করে দেখছেন না স্মিথ, ‘গত কয়েক বছরে তারা উল্লেখযোগ্য উন্নতি করেছে, বিশেষ করে ঘরের মাঠে। গত বছর ঘরের মাঠে টেস্টে তারা ইংল্যান্ডকে কুপোকাত করেছে। তারা অবশ্যই বিপজ্জনক দল।’

তথ্যসূত্রঃ সিডনি মর্নিং হেরাল্ড

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..

Googleplus Pint
Like - Dislike Votes 0 - Rating 0 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)