JanaBD.ComLoginSign Up

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..
Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "JanaBD.Com"

দিবারাত্রির টেস্টের ইংল্যান্ড দলে দুই নতুন মুখ

ক্রিকেট দুনিয়া 11th Aug 2017 at 12:54pm 304
দিবারাত্রির টেস্টের ইংল্যান্ড দলে দুই নতুন মুখ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দিবারাত্রির টেস্টের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন মার্ক স্টোনম্যান ও ম্যাসন ক্রেন।

বাজে পারফরম্যান্সের কারণে বাদ পড়েছেন ওপেনার কেটন জেনিংস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সম্প্রতি শেষ হওয়া চার ম্যাচের টেস্ট সিরিজে জেনিংসের ব্যাটিং গড় ছিল মাত্র ১৫.৮৭। দলে ফিরেছেন অলরাউন্ডার ক্রিস ওকস।

সারের ৩০ বছর বয়সি ব্যাটসম্যান স্টোনম্যান এবারের মৌসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে ১ হাজারের বেশি রান করেছেন। গড়টাও দারুণ, ৫৭.৩৮! সেঞ্চুরি করেছেন তিনটি। ১৪৫টি প্রথম শ্রেণির ম্যাচে তার রান ৮ হাজারের ওপরে।

২০১২ সালে অ্যান্ড্রু স্ট্রাউসের অবসরের পর অ্যালিস্টার কুকের ১২তম ওপেনার সঙ্গী হতে যাচ্ছেন স্টোনম্যান।

হাম্পশায়ারের ২০ বছর বয়সি লেগ স্পিনার ক্রেন ইংল্যান্ডের হয়ে ২টি টি-টোয়েন্টি খেলেছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তিনি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন মাত্র ২৫টি।

আগামী ১৭ আগস্ট এজবাস্টনে শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এটিই হতে যাচ্ছে ইংল্যান্ডের মাটিতে প্রথম দিবারাত্রির টেস্ট।

প্রথম টেস্টের ইংল্যান্ড দল :
জো রুট (অধিনায়ক), মঈন আলী, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, অ্যালিস্টার কুক, ম্যাসন ক্রেন, ডেভিড মালান, টবি রোল্যান্ড-জোন্স, বেন স্টোকস, মার্ক স্টোনম্যান, টম ওয়েস্টলি, ক্রিস ওকস।

তথ্যসূত্রঃ অনলাইন

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..

Googleplus Pint
Like - Dislike Votes 0 - Rating 0 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)