JanaBD.ComLoginSign Up

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..
Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "JanaBD.Com"

যৌথ আয়োজনে সিরিজ করতে চায় সিপিএল-পিএসএল

ক্রিকেট দুনিয়া 11th Aug 2017 at 1:24pm 1,038
যৌথ আয়োজনে সিরিজ করতে চায় সিপিএল-পিএসএল

চ্যাম্পিয়নস লিগের আদলেই নতুন টুর্নামেন্ট শুরু করতে চায় ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের আয়োজকরা। সেই লক্ষ্যেই পাকিস্তান সুপার লিগের সঙ্গে আলোচনা চালাচ্ছে সিপিএল। নতুন পরিকল্পনায় দুই টুর্নামেন্ট থেকে বিজয়ী দলগুলোই সেখানে খেলবে। পরের বছরে হতে যাওয়া এই সিরিজে ম্যাচ হবে তিনটি।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের পক্ষ থেকে জানানো হয়েছে এমন খবর। আর্থিকভাবে লাভবান হওয়ার ইচ্ছাতেই তারা এমনটি করতে চাইছে। যার ভেন্যু হবে যুক্তরাষ্ট্রে। সিপিএলের প্রধান সঞ্চালন কর্মকর্তা পিটার রাসেলও জানালেন তেমন কথা, ‘এর আর্থিক উপযোগিতার দিকেই আমাদের তাকাতে হবে। সেই লক্ষ্যে যুক্তরাষ্ট্রই এমন সিরিজ খেলার মোক্ষম স্থান। আমরা মনে করছি সেখানে ক্যারিবীয় ও পাকিস্তানি লোকজনদের ভালো সমাগম হবে।’

চ্যাম্পিয়নস লিগের মতোই টুর্নামেন্ট আয়োজন করার ইচ্ছা। যদিও এই লিগ ২০১৪ সালেই বন্ধ হয়ে গেছে। তবে প্রথম পদক্ষেপের মধ্য দিয়ে ভবিষ্যতে আরও বড় পরিসরে আগাতে চায় সিপিএল। পিটার রাসেল তেমন পরিকল্পনার কথাই জানালেন, ‘আসলে সামনে অনেকগুলো সম্ভাবনাই দেখা দিচ্ছে। সিপিএল চ্যাম্পিয়নরা পিএসএল চ্যাম্পিয়ন অথবা বিপিএল চ্যাম্পিয়নদের সঙ্গেও খেলতে পারে। এটা যৌক্তিক। আর এটাই দর্শকরা দেখতে চায়।’

তথ্যসূত্রঃ ক্রিকবাজ

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..

Googleplus Pint
Like - Dislike Votes 0 - Rating 0 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)