JanaBD.ComLoginSign Up

বর্ষায় পিঁপড়া তাড়ানোর প্রাকৃতিক উপায়

টুকিটাকি টিপস 13th Aug 17 at 12:20pm 498
বর্ষায় পিঁপড়া তাড়ানোর প্রাকৃতিক উপায়

বর্ষাকাল এলেই পিঁপড়ার উপদ্রব বেড়ে যায়। খাবার ঘরে, রান্নাঘরে- কোথায় নেই পিঁপড়া! পিঁপড়া মারার নানারকম ওষুধ কিনতে পাওয়া যায় বাজারে। কিন্তু এগুলোর বেশিরভাগেই ক্ষতিকর রাসায়নিক পদার্থ থাকায় তা পিঁপড়ার পাশাপাশি মানুষেরও, বিশেষ করে শিশুদের শরীরের ক্ষতি করে। তাই পিঁপড়া দূর করতে বেছে নিন প্রাকৃতিক উপায়।

ঘর-বাড়ি পিঁপড়া এবং অন্যান্য কীট-পতঙ্গের থেকে মুক্ত রাখতে হলে প্রথম প্রয়োজন প্রতিদিন ঘরের সব কোণ ঠিকমতো পরিষ্কার রাখা। পানিতে কীটনাশক লিকুইড মিশিয়ে প্রতিদিন দুবার করে ঘর মুছুন।

সাদা ভিনিগার পিঁপড়া তাড়ানোর জন্য খুব উপকারী। পানি এবং সাদা ভিনিগার সম পরিমাণে মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে নিন। তারপর ঘরের বিভিন্ন কোনায় ভালো করে ছড়িয়ে দিন। পিঁপড়া দূরে থাকবে।

কোথাও ময়লা জমতে দেবেন না। খাবারের অবশিষ্টাংশ ডাস্টবিনে ফেলুন। খাবার টেবিলে দীর্ঘক্ষণ ফেলে রাখবেন না। খাওয়ার পর বাসনপত্র সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলুন।

ঘরের যে সব জায়গায় বেশি পিঁপড়ার উৎপাত, সেব জায়গায় ভালো করে দারুচিনি গুঁড়া ছড়িয়ে দিন। দারুচিনির গন্ধ পিঁপড়া সহ্য করতে পারে না।

চকগুঁড়া পানিতে গুলে বাড়ির দেয়াল বা ঘরের বিভিন্ন কোণে ছড়িয়ে দিন। একই কাজ আপনি বেবি পাউডার দিয়েও করতে পারেন।

কয়েক টেবিল চামচ লবণ গরম পানিতে গুলে নিন। এই মিশ্রণ ঠান্ডা করে নিয়ে স্প্রে বোতলে ভরে পিঁপড়ার সম্ভাব্য সব জায়গায় স্প্রে করুন। পিঁপড়া কাছে ঘেষবে না।

Googleplus Pint
Like - Dislike Votes 36 - Rating 5.6 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি
যে ৮টি উপকারে আসতে পারে ফিটকিরি যে ৮টি উপকারে আসতে পারে ফিটকিরি
19 Jan 2018 at 8:32pm 383
টুথপেস্টের এতো গুণ তবে দাঁতের জন্য নয়! টুথপেস্টের এতো গুণ তবে দাঁতের জন্য নয়!
15 Jan 2018 at 3:52pm 621
রান্না ছাড়াও যেসব কাজে ব্যবহৃত হয় তেজপাতা রান্না ছাড়াও যেসব কাজে ব্যবহৃত হয় তেজপাতা
15 Jan 2018 at 2:35pm 213
নারিকেল তেলের অজানা ব্যবহার নারিকেল তেলের অজানা ব্যবহার
22nd Nov 17 at 8:00pm 538
জেনে নিন ফিটকিরির যত অজানা গুনাবলি জেনে নিন ফিটকিরির যত অজানা গুনাবলি
17th Nov 17 at 5:07pm 341
পুরনো শীতের পোশাক নতুন বানানোর সহজ উপায় পুরনো শীতের পোশাক নতুন বানানোর সহজ উপায়
16th Nov 17 at 2:20pm 400
আপেলের কীটনাশক দূর করতে বেকিং সোডা আপেলের কীটনাশক দূর করতে বেকিং সোডা
29th Oct 17 at 10:46pm 178
যেভাবে খাবারের ফরমালিন পুরোপুরি দূর করা যায় যেভাবে খাবারের ফরমালিন পুরোপুরি দূর করা যায়
26th Oct 17 at 7:55pm 291

পাঠকের মন্তব্য (0)

Recent Posts আরও দেখুন
একনজরে দেখে নিন পিএসএলে কে কোন দলেএকনজরে দেখে নিন পিএসএলে কে কোন দলে
ছয় ক্যামেরার ফোন আনছে নকিয়াছয় ক্যামেরার ফোন আনছে নকিয়া
আগামী ১০ বছরে টেস্ট ক্রিকেট হবে ৫ দলের খেলা!আগামী ১০ বছরে টেস্ট ক্রিকেট হবে ৫ দলের খেলা!
সংঘবদ্ধ ধর্ষণের পর গোপনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হয়েছে রড!সংঘবদ্ধ ধর্ষণের পর গোপনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হয়েছে রড!
স্বাস্থ্য অধিদপ্তরে ১১৫৬ জন নিয়োগস্বাস্থ্য অধিদপ্তরে ১১৫৬ জন নিয়োগ
মহিলা সংস্থায় ৯৮৩ জন নিয়োগমহিলা সংস্থায় ৯৮৩ জন নিয়োগ
নভোএয়ারে চাকরির সুযোগনভোএয়ারে চাকরির সুযোগ
অ্যামি জ্যাকসনের বিয়ে!অ্যামি জ্যাকসনের বিয়ে!