JanaBD.ComLoginSign Up

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..
Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "JanaBD.Com"

আবার টলিউডে চেনা ব্যোমকেশ

সিনেমা জগৎ 17th Aug 2017 at 12:39pm 197
আবার টলিউডে চেনা ব্যোমকেশ

হাতে রয়েছে বেশ কিছু ছবি। গোয়েন্দা থেকে শুরু করে ঘরোয়া চরিত্র সব কিছুতেই মানানসই সে। তিনি টলিউডের হার্টথ্রব যিশু সেনগুপ্ত। এবছর পূজায় আসতে অঞ্জন দত্ত পরিচালিত ছবি ‘ব্যোমকেশ ও অগ্নিবাণ’।

ছবিটি মুক্তি পাবে এ বছর পূজায়। দুর্গা পূজা এবার বাঙ্গালির কাছে হয়ে উঠবে জমজমাটি। কারণ পূজাতে আসতে চলেছে বুম্বাদা অভিনীত, সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘ইয়েতি অভিযান’। এই ছবিটিও রহস্যের উত্তেজনায় ভরা। আর তাঁর সঙ্গেই পাল্লা দিতে আসতে চলেছে ‘ব্যোমকেশ ও অগ্নিবাণ’ ছবিটি। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প ‘অগ্নিবাণ’ এর কাহিনী অবলম্বনে তৈরি হচ্ছে এই ছবিটি। অঞ্জন দত্তের পরিচালনায় এটি যিশু সেনগুপ্তর তৃতীয় ব্যোমকেশ সিরিজ হতে চলেছে।

যিশু সেনগুপ্ত ট্যুইট করলেন তার আসন্ন মুক্তিপ্রাপ্ত ছবি ব্যোমকেশের পোস্টার। এর সঙ্গেই তিনি শুটিং এ ব্যাস্ত ছিলেন ‘জিও পাগলা’ ছবিটির। তার এই ছবির ব্যাপারে তেমন কিছু শোনা যায়নি। তাই এই ছবিটি যেন তার ফ্যানদের কাছে উপরি পাওনা।

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..

Googleplus Pint
Noyon Khan
Manager
Like - Dislike Votes 0 - Rating 0 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)