JanaBD.ComLoginSign Up

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..
Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "JanaBD.Com"

এ কেমন বিদায় নাদালের

অনান্য খেলা 19th Aug 2017 at 9:49pm 279
এ কেমন বিদায় নাদালের

ম্যাচ হারার পর ভক্তদের উদ্দেশ্য হাত নাড়ছেন রাফায়েল নাদাল। ছবি: এএফপি

কয়েক দিন আগেই বিশ্ব র‌্যাংকিংয়ের এক নম্বরে উঠে এসেছিলেন তিনি। কিন্তু এক নম্বরের মতো এটিপি ট্যুর শেষ করতে পারলেন না রাফায়েল নাদাল। সিনসিনাটি ওপেনে অস্ট্রেলিয়ার নিক কিরগিয়সের কাছে স্ট্রেট সেটে হেরে বিদায় নিলেন কোয়ার্টার ফাইনাল থেকে।

শুক্রবার শেষ চারের লক্ষ্যে কিরগিয়সের মুখোমুখি হয়েছিলেন নাদাল। কিন্তু ম্যাচের শুরু থেকেই নিজের ফর্মের ধারে কাছে ছিলেন না তিনি। এ দিন রাফার বিপক্ষে খেলার ফল ছিল ৬-২ এবং ৭-৫। নিকের কাছে কার্যত দাঁড়াতেই পারলেন না বাঁহাতি স্প্যানিশ তারকা।

নিক কিরগিয়সের কাছেই হারলেন নাদাল। ছবি: এএফপি
এ দিন নাদাল বনাম কিরগিয়স ম্যাচের একটি ভিডিও টুইটারে পোস্ট করে এটিপি টেনিস টিভি। ভিডিও দেখেই স্পষ্ট, কতটা অফ ফর্মে ছিলেন নাদাল। ম্যাচ শেষে নাদাল নিজেও বলেন, 'নিজের খেলায় আমি হতাশ।

এই ধরনের পারফরম্যান্সের পর কিছু বলার থাকে না। আশা করি পরের টুর্নামেন্টে ঘুরে দাঁড়াব। '

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..

Googleplus Pint
Noyon Khan
Manager
Like - Dislike Votes 0 - Rating 0 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)