JanaBD.ComLoginSign Up
Bangla Love Sms

সাধারণ জ্ঞানের আসর ১৪৩তম পর্ব

সাধারণ জ্ঞান 6th Dec 17 at 6:45am 816
সাধারণ জ্ঞানের আসর ১৪৩তম পর্ব

মোঃমাসুক আলী।

১। বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে?

২।

বাংলাদেশ কখন জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
৩। শহীদ বুদ্ধিজীবী দিবস কবে?

৪। অহিংসা ও অসহযোগ আন্দোলনের জনক কে?

৫। কোনটির কারণে পৃথিবী বৈশ্বিক গ্রামে পরিণত হয়েছে?

ক) মোবাইল ফোন

খ) কম্পিউটার গ) ল্যান্ডফোন ঘ) ইন্টারন্টে

৬। আন্তর্জাতিক একক পদ্ধতি (এসআই) অনুসারে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :

ক) দৈর্ঘ্যের একককে কী বলা হয়?

খ) ভরের একক কী?

গ) সময়ের একক কী?

ঘ) তাপমাত্রার একক কী?

ঙ) বিদ্যুৎ প্রবাহের একক কী?

চ) আলোক ঔজ্জ্বল্যের একক কী?

ছ) পদার্থের পরিমাণের একক কী?

৭। এক কিলোমিটার সমান কত মিটার?

৮। এক মেট্রিক টন সমান কত কিলোগ্রাম?

৯। বিশ্বকাপ ক্রিকেট প্রথম কত সালে শুরু হয়?

১০। এটিএম কার্ডের ব্যবহারের ক্ষেত্র কোনটি?

ক) বিনোদন খ) প্রকাশনা

গ) ব্যাংকিং ঘ) প্রচার ও গণমাধ্যম

১১।

নবাব সিরাজউদ্দৌলার প্রকৃত নাম কী?
১২। জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে কোন মুসলিম দেশ প্রথম অবস্থানে আছে?

১৩। বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?

১৪। অর্থনীতিবিদ ম্যালথাসের মতে জনসংখ্যা বাড়ে কোন হারে?

১৫। বাংলাদেশের স্বাধীনতা দিবস কোনটি?

ক) ১৬ ডিসেম্বর খ) ১৪ এপ্রিল গ) ২৬ মার্চ ঘ) ১৫ আগস্ট

১৬। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান?

১৭। ঢাকার প্রাচীন নাম কী?

১৮। পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠা হয়েছিল কোন সালে?

১৯। বাংলাদেশের জাতীয় কবির নাম কী?

২০। গম্ভীরা কী?

২১। বাংলাদেশের কোন ব্যক্তিত্বকে শিল্পাচার্য বলা হয়?

২২। বাংলাদেশের সঙ্গে কোন কোন দেশের সীমানা রয়েছে?

২৩। বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কোনটি?উত্তর :

১। সৈয়দ নজরুল ইসলাম

২। ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর

৩। ১৪ ডিসেম্বর

৪। মহাত্মা গান্ধী

৫। ঘ) ইন্টারনেট

৬। ক) মিটার খ) কিলোগ্রাম

গ) সেকেন্ড ঘ) কেলভিন

ঙ) অ্যাম্পিয়ার

চ) ক্যান্ডেলা

ছ) মোল

৭। ১,০০০ মিটার

৮। ১,০০০ কিলোগ্রাম

৯। ১৯৭৫ সালে

১০। গ) ব্যাংকিং

১১। মির্জা মোহাম্মদ

১২। ইন্দোনেশিয়া

১৩। সৈয়দ মইনুল হোসেন

১৪। জ্যামিতিক হারে

১৫। গ) ২৬ মার্চ

১৬। ১৯১৩ সালে

১৭। জাহাঙ্গীরনগর

১৮। ১৯৪৭ সালে

১৯। কাজী নজরুল ইসলাম

২০। উত্তরাঞ্চলের (চাঁপাই নবাবগঞ্জের) আঞ্চলিক গান

২১। জয়নুল আবেদিনকে

২২। ভারত ও মিয়নামার

২৩। কক্সবাজার সমুদ্রসৈকত

Googleplus Pint
Masuk Ali
Member
Like - Dislike Votes 23 - Rating 4.3 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি
সাধারন জ্ঞানের আসর - ১৫৮তম পর্ব সাধারন জ্ঞানের আসর - ১৫৮তম পর্ব
1 hour ago 39
সাধারন জ্ঞানের আসর - ১৫৭তম পর্ব সাধারন জ্ঞানের আসর - ১৫৭তম পর্ব
Yesterday at 4:49pm 187
সাধারন জ্ঞানের আসর - ১৫৬তম পর্ব সাধারন জ্ঞানের আসর - ১৫৬তম পর্ব
14 Mar 2018 at 10:49am 792
সাধারন জ্ঞানের আসর - ১৫৫তম পর্ব সাধারন জ্ঞানের আসর - ১৫৫তম পর্ব
12 Mar 2018 at 11:57am 524
সাধারন জ্ঞানের আসর - ১৫৪তম পর্ব সাধারন জ্ঞানের আসর - ১৫৪তম পর্ব
06 Mar 2018 at 12:14pm 594
সাধারন জ্ঞানের আসর - ১৫৩তম পর্ব সাধারন জ্ঞানের আসর - ১৫৩তম পর্ব
03 Mar 2018 at 3:37pm 808
সাধারন জ্ঞানের আসর - ১৫২তম পর্ব সাধারন জ্ঞানের আসর - ১৫২তম পর্ব
28 Feb 2018 at 6:34pm 800
সাধারন জ্ঞানের আসর - ১৫১তম পর্ব সাধারন জ্ঞানের আসর - ১৫১তম পর্ব
26 Feb 2018 at 11:31am 894

পাঠকের মন্তব্য (0)

Recent Posts আরও দেখুন
সাধারন জ্ঞানের আসর - ১৫৮তম পর্বসাধারন জ্ঞানের আসর - ১৫৮তম পর্ব
ইংরেজি শিক্ষার আসর - ৪৬তম পর্বইংরেজি শিক্ষার আসর - ৪৬তম পর্ব
আমিরের কাছে সাহায্য চাইবেন শাহরুখআমিরের কাছে সাহায্য চাইবেন শাহরুখ
আইটেলের কম দামি ফোনে ‘ফুল ভিউ ডিসপ্লে’আইটেলের কম দামি ফোনে ‘ফুল ভিউ ডিসপ্লে’
শাকিব-অপু : যেভাবে সম্পর্ক প্রেম থেকে বিয়েতে গড়ায়শাকিব-অপু : যেভাবে সম্পর্ক প্রেম থেকে বিয়েতে গড়ায়
মৃত্যুর পর যে কারণে বড়ই পাতা দিয়ে শেষ গোসল করানো হয়!মৃত্যুর পর যে কারণে বড়ই পাতা দিয়ে শেষ গোসল করানো হয়!
অকল্যান্ডে মাত্র ৫৮ রানে অলআউট ইংল্যান্ডঅকল্যান্ডে মাত্র ৫৮ রানে অলআউট ইংল্যান্ড
শহিদ কাপুরকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন তার স্ত্রীশহিদ কাপুরকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন তার স্ত্রী