JanaBD.ComLoginSign Up

Bangla Love Sms

সাধারন জ্ঞানের আসর - ১৫৫তম পর্ব

সাধারণ জ্ঞান 12 Mar 2018 at 11:57am 746
সাধারন জ্ঞানের আসর - ১৫৫তম পর্ব

১. প্রশ্ন : বাংলাদেশের জাতীয় ফুলের নাম কী?
উত্তর : শাপলা।

২. প্রশ্ন : বাংলাদেশের জাতীয় পশুর নাম কী?
উত্তর : রয়েল বেঙ্গল টাইগার।

৩. প্রশ্ন : বাংলাদেশের জাতীয় বনের নাম কী?
উত্তর : সুন্দরবন।

৪. প্রশ্ন : বাংলাদেশের জাতীয় মাছের নাম কী?
উত্তর : ইলিশ।

৫. প্রশ্ন : বাংলাদেশের জাতীয় মসজিদের নাম কী?
উত্তর : বায়তুল মোকাররম।

৬. প্রশ্ন : বাংলাদেশের জাতীয় বিমানবন্দর নাম কী?
উত্তর : হজরত শাহ জালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর।

৭. প্রশ্ন : বাংলাদেশের জাতীয় জাদুঘর কোনটি?
উত্তর : শাহবাগ জাতীয় জাদুঘর।

৮. প্রশ্ন : বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার কোনটি?
উত্তর : সুফিয়া কামাল জাতীয় গণ গ্রন্থাগার, ঢাকা।

৯. প্রশ্ন : বাংলাদেশের জাতীয় উদ্যান কোনটি?
উত্তর : ভাওয়াল ন্যাশনাল উদ্যান।

১০. প্রশ্ন : বাংলাদেশের জাতীয় কবির নাম কী?
উত্তর : কাজী নজরুল ইসলাম।

১১. প্রশ্ন : বাংলাদেশের জাতীয় শিশুপার্ক কোনটি?
উত্তর : শহীদ জিয়া শিশুপার্ক।

১২. প্রশ্ন : বাংলাদেশের জাতীয় খেলা কোনটি?
উত্তর : হা-ডু-ডু।

১৩. প্রশ্ন : বাংলাদেশের জাতীয় ফল কোনটি?
উত্তর : কাঁঠাল।

১৪. প্রশ্ন : বাংলাদেশের জাতীয় উৎসব কোনটি?
উত্তর : বাংলা বর্ষবরণ উৎসব।

১৫. প্রশ্ন : বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা কোথায় অবস্থিত?
উত্তর : রাজধানী ঢাকার মিরপুরে।

১৬. প্রশ্ন : বাংলাদেশের জাতীয় গাছ কোনটি?
উত্তর : আম গাছ।

১৭. প্রশ্ন : বাংলাদেশের জাতীয় স্টেডিয়াম কোনটি?
উত্তর : বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম।

১৮. প্রশ্ন : বাংলাদেশের জাতীয় নাট্যশালা কোথায় অবস্থিত?
উত্তর : সেগুনবাগিচা, ঢাকা।

১৯. প্রশ্ন : বাংলাদেশের জাতীয় সংগীত কোনটি?
উত্তর : আমার সোনার বাংলা।

২০. প্রশ্ন : বাংলাদেশের জাতীয় পতাকার রং কী?
উত্তর : লাল-সবুজ।

Googleplus Pint
Mizu Ahmed
Manager
Like - Dislike Votes 61 - Rating 3.6 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি
সাধারন জ্ঞানের আসর - ১৭৩তম পর্ব সাধারন জ্ঞানের আসর - ১৭৩তম পর্ব
17 Apr 2018 at 1:12pm 322
সাধারন জ্ঞানের আসর - ১৭২তম পর্ব সাধারন জ্ঞানের আসর - ১৭২তম পর্ব
15 Apr 2018 at 12:42pm 361
সাধারন জ্ঞানের আসর - ১৭১তম পর্ব সাধারন জ্ঞানের আসর - ১৭১তম পর্ব
13 Apr 2018 at 4:34pm 538
সাধারন জ্ঞানের আসর - ১৭০তম পর্ব সাধারন জ্ঞানের আসর - ১৭০তম পর্ব
10 Apr 2018 at 4:44pm 715
সাধারন জ্ঞানের আসর - ১৬৯তম পর্ব সাধারন জ্ঞানের আসর - ১৬৯তম পর্ব
09 Apr 2018 at 10:02am 484
সাধারন জ্ঞানের আসর - ১৬৮তম পর্ব সাধারন জ্ঞানের আসর - ১৬৮তম পর্ব
06 Apr 2018 at 9:19pm 498
সাধারন জ্ঞানের আসর - ১৬৭তম পর্ব সাধারন জ্ঞানের আসর - ১৬৭তম পর্ব
05 Apr 2018 at 4:21pm 483
সাধারন জ্ঞানের আসর - ১৬৬তম পর্ব সাধারন জ্ঞানের আসর - ১৬৬তম পর্ব
04 Apr 2018 at 3:57pm 434

পাঠকের মন্তব্য (0)

Recent Posts আরও দেখুন
দুর্দান্ত ফিচারে আসছে শাওমি সিক্স এক্সদুর্দান্ত ফিচারে আসছে শাওমি সিক্স এক্স
প্যান প্যাসিফিক সোনারগাঁওতে চাকরির সুযোগপ্যান প্যাসিফিক সোনারগাঁওতে চাকরির সুযোগ
একাধিক পদে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডে নিয়োগএকাধিক পদে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডে নিয়োগ
এবার শ্রাবন্তীর প্রেমে মজেছেন শাকিব?এবার শ্রাবন্তীর প্রেমে মজেছেন শাকিব?
সেঞ্চুরির পর আইপিএলের সব ফ্র্যাঞ্চাইজিকে ক্ষোভে যা বললেন গেইলসেঞ্চুরির পর আইপিএলের সব ফ্র্যাঞ্চাইজিকে ক্ষোভে যা বললেন গেইল
ত্বকের যত্নে পেঁপের ফেসপ্যাকত্বকের যত্নে পেঁপের ফেসপ্যাক
বাণী-বচন : ২০ এপ্রিল ২০১৮বাণী-বচন : ২০ এপ্রিল ২০১৮
গেইলকে হারিয়ে সুপার স্ট্রাইকার সাকিবগেইলকে হারিয়ে সুপার স্ট্রাইকার সাকিব