JanaBD.ComLoginSign Up

কালু আর লালুর চকলেট খাওয়া

ক্রেতা-বিক্রেতা কৌতুক 25th Apr 2016 at 4:26am 2,583
কালু আর লালুর চকলেট খাওয়া

একবার কালু আর লালু দুজনে এক দোকানে গেল

দোকানে সবাইকে কাজে ব্যাস্ত দেখে কালু ৩টে চকলেট পকেটে পুরে নিলো। দোকানের বাইরে এসে…

কালুঃ দেখলি তো…..আমি ৩টে চকলেট তুলে নিলাম, অথচ
কেউ কিছু বুঝতেই
পারলো না। তুই কখনই এটা করতে পারবি না।

এটা শুনে লালু খুব রেগে গিয়ে বললঃ চল, আমি এর থেকে কিছু বেশি তোকে দেখাচ্ছি।
তারা দুজনে আবার দোকানে গেল, এবং লালু দোকানদারকে বললঃ আঙ্কেল,
আপনি কি একটা জাদু দেখবেন?

দোকানদারঃ ঠিক আছে দেখাও।

লালুঃ তাহলে এরজন্য আমাকে ১টা চকলেট দিন।
দোকানদার লালুকে ১টা চকলেট দিল।
লালু সেটা খেয়ে নিয়ে আর ১টা চাইলো। দোকানদার আবার ১টা দিল।
লালু সেটা খেয়ে নিয়ে আবার ১টা চকলেট চাইলো। দোকানদার এবারও তাকে চকলেট দিতেই লালু সেটাও খেয়ে ফেললো।

দোকানদারঃ আরে বাছা, এতে তোর জাদুটা কোথায় ??

লালুঃ উং…চুং…মুং. …. এবার,
.
.
.
.
.
.
.
.
.
.
আমার বন্ধুর পকেট চেক করুণ, আপনার ৩টে চকলেট ফেরত
পেয়ে যাবেন….

Googleplus Pint
Like - Dislike Votes 13 - Rating 7.7 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)