JanaBD.ComLoginSign Up

‘সুলতান’ এর জন্য পিছিয়ে যাচ্ছে শাহরুখের ‘রইস’

সিনেমা জগৎ 26th Apr 2016 at 1:33pm 594
‘সুলতান’ এর জন্য পিছিয়ে যাচ্ছে শাহরুখের ‘রইস’

সম্প্রতি মুক্তি পেয়েছে শাহরুখ খানের ‘ফ্যান’। ১৫ এপ্রিল মুক্তি পাওয়া এই ছবিটি এরই মধ্যে বেশ সারা ফেলে দিয়েছে বক্স অফিসে। নতুন খবর হচ্ছে এ বছরই ৩ জুলাই মুক্তি পাওয়ার কথা ছিল বলিউড বাদশার পরবর্তী ফিল্ম ‘রইস’। কিন্তু বলিউডের বেশ কয়েকটি মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, এ বছর হয়তো মুক্তি পাচ্ছে না ‘রইস’। ছবিটি নাকি ২০১৭-র জানুয়ারিতে মুক্তির কথা ভাবছেন শাহরুখ।

ওই রিপোর্টে দাবি করা হয়েছে, একই দিনে (৩ জুলাই) মুক্তি পাচ্ছে সালমান খানের ‘সুলতান’। তাই ‘সুলতান’কে জায়গা ছেড়ে দিতেই নাকি ‘রইস’-এর মুক্তির দিন পিছিয়ে দিচ্ছেন এসআরকে। যদিও ‘রইস’-এর মুক্তির দিন পিছিয়ে দেওয়ার কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। তবে আগামী ইদে ‘সুলতান’-এর সঙ্গে ‘রইস’ যে মুক্তি পাচ্ছে না সে খবর বলিউডে চাউর হয়ে গিয়েছে। ‘বাজিরাও মস্তানি’র সঙ্গে টক্কর দিয়ে একই দিনে শাহরুখ খানের ‘দিলওয়ালে’ মুক্তি পেয়েছিল দেশ-বিদেশের মাল্টিপ্লেক্স এবং সিনেমা হলগুলিতে। তা হলে কি ‘সুলতান’-এর সঙ্গে কোনও রকম টক্করে যাওয়ার ঝুঁকি নিতে চান না বলিউড বাদশা? সে উত্তর অবশ্য জানা নেই!

Googleplus Pint
Like - Dislike Votes 6 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)