JanaBD.ComLoginSign Up

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..
Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "জানাবিডি ডট কম"

নেপাল ক্রিকেট বোর্ডকে নিষিদ্ধ করেছে আইসিসি

ক্রিকেট দুনিয়া 26th Apr 2016 at 6:06pm 540
নেপাল ক্রিকেট বোর্ডকে নিষিদ্ধ করেছে আইসিসি

ডিসেম্বরে অ্যাড-হক কমিটির মাধ্যমে নেপাল স্পোর্টস কাউন্সিল গঠন করেছিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন)। কিন্তু বিতর্কিত ঘটনায় মুখ থুবড়ে পড়তে হয়েছে সংস্থাটিকে।

ক্রিকেট বোর্ডে সরকারের হস্তক্ষেপের কারণে সিএএন ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে আইসিসি। মঙ্গলবার বোর্ড মিটিংয়ে এমন সিদ্ধান্ত নেয় সংস্থাটি।

সিএএন গঠনের পর বির্তকিত বার্ষিক সাধারণ অধিবেশনে এর প্রেসিডেন্ট নির্বাচিত হন চাতুর বাহাদুর চাঁদ। যেখানে অনুপস্থিত থাকেন তৎকালীন প্রেসিডেন্ট তানকা আংবুহাং। পরে বোর্ডের মধ্যে দলাদলির বিষয়ে কোর্টে মামলা দায়ের করে চাতুর বাহাদুরের নেতৃত্বাধীন সিএএন। যেটির সুরাহা এখনও হয়নি।

নিএএনকে নিষিদ্ধের ব্যাপারে এক বিবৃতিতে আইসিসি জানায়, ‘চলমান মামলার আলোকে, সিএএন ও অ্যাডহক কমিটি এনএসসি দ্বারা প্রতিষ্ঠিত। যা নেপাল ক্রিকেটে নেতৃত্বে শূন্যস্থান দেখা দিচ্ছে। আইসিসির কোড অব কন্ডাক্টের আর্টিক্যাল ২.৯ লঙ্ঘন করায় সিএএন’র সদস্যপদ স্থগিত করা হয়েছে। এটি (আর্টিকেল ২.৯) ক্রিকেট বোর্ডে সরকারের হস্তক্ষেপ সমর্থন করে না এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তা অনুভব করে।’


জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..

Googleplus Pint
Like - Dislike Votes 9 - Rating 6.7 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)