JanaBD.ComLoginSign Up

Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "জানাবিডি ডট কম"

সাধারণ জ্ঞান : বিজ্ঞান ও প্রযুক্তি

সাধারণ জ্ঞান 28th Apr 2016 at 8:13am 796
সাধারণ জ্ঞান : বিজ্ঞান ও প্রযুক্তি

১. প্রশ্ন : মস্তিষ্কের ক্ষমতা ক্ষয় পেতে থাকে স্নায়ু কোষের-
উত্তর : এক-চতুর্থাংশ ধ্বংস হয়ে গেলে।

২. প্রশ্ন : রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর কোন রশ্মি বের হয়?
উত্তর : গামা রশ্মি।

৩. প্রশ্ন : মাইট্রোকলড্রিয়ায় কত ভাগ প্রোটিন?
উত্তর : ৭৩%।

৪. প্রশ্ন : রাসায়নিক অগ্নিনির্বাপক কাজ করে অগ্নিতে-
উত্তর : অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

৫. প্রশ্ন : আবাসিক বাড়ির বর্তনীতে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়-
উত্তর : অতিমাত্রায় বিদ্যুৎ প্রবাহজনিত দুর্ঘটনা রোধের উদ্দেশ্যে।

৬. প্রশ্ন : পরমাণু চার্জ নিরপেক্ষ হয়, কারণ পরমাণুতে-
উত্তর : ইলেক্ট্রন ও প্রোটনের সংখ্যা সমান।

৭. প্রশ্ন : ল্যাপটপ কী?
উত্তর : ছোট কম্পিউটার।

৮. প্রশ্ন : এসবেসটস কী?
উত্তর : অগ্নি নিরোধক খনিজ পদার্থ।

৯. প্রশ্ন : পাহাড়ের ওপর রান্না করতে বেশি সময় লাগে কেন?
উত্তর : বায়ুর চাপ কম থাকার কারণে।

১০. প্রশ্ন : জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম কী?
উত্তর : ইউরিয়া।

১১. প্রশ্ন : প্রেসার কুকারে পানির স্ফুটনাঙ্ক-
উত্তর : বেশি হয়।

১২. প্রশ্ন : কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?
উত্তর : ৪ সেন্টিগ্রেড।

১৩. প্রশ্ন : সিএনজি- এর অর্থ কী?
উত্তর : কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস।

১৪. প্রশ্ন : নারভাস সিস্টেমে স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিটকে কী বলে?
উত্তর : নিউরন।

১৫. প্রশ্ন : কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?
উত্তর : লোহা।

১৬. প্রশ্ন : রক্তে হিমোগ্লোবিনের কাজ-
উত্তর : অক্সিজেন পরিবহন করা।

১৭. প্রশ্ন : জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে-
উত্তর : ক্রোমোজম।

১৮. প্রশ্ন : ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে কী হিসেবে?
উত্তর : চুম্বক ক্ষেত্র হিসেবে।

১৯. প্রশ্ন : ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলে কত ডিগ্রি তাপমাত্রায় সমান তাপমাত্রা নির্দেশ করে?
উত্তর : -৪০⁰।

২০. প্রশ্ন : অগ্ন্যাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমন কোনটি?
উত্তর : ইনসুলিন।

Googleplus Pint
Mizu Ahmed
Manager
Like - Dislike Votes 18 - Rating 5.6 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)