JanaBD.ComLoginSign Up

Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "জানাবিডি ডট কম"

আজকের এই দিনে: ২৮ এপ্রিল

আজকের এই দিনে 28th Apr 2016 at 9:52am 538
আজকের এই দিনে: ২৮ এপ্রিল

খুব প্রচলিত একটি কথা আছে-‘সময় ও নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না।’ একবার চলে গেলে তা আর ফিরে আসে না। আপন গতিতে বয়ে চলে যাওয়াই সময়ের ধর্ম। তবুও মানব জীবনের প্রতিদিনকার বেশ কিছু বাস্তবতা কিংবা ঘটনা স্থান করে নেয় ইতিহাসের পাতায়। ইতিহাস মানব জীবনে সবসময় গুরুত্ব বহন করে।

আজ ২৬ এপ্রিল ২০১৬, মঙ্গলবার। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

•১৫২৬ খ্রিস্টাব্দের এই দিনে মুঘল সম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহির উদ্দীন মোহাম্মাদ বাবর সিংহাসনে আরোহণ করেন।

•১৫৫৫ খ্রিস্টাব্দের এই দিনে জার্মানীর অগসবার্গ শহরের নামে সেখানে কংগ্রেস গঠিত হয় ।

•১৭০১ খ্রিস্টাব্দের এই দিনে ব্রিটেনের জন মরিস মোগল সম্রাট আওরঙ্গজেবের সাথে সাক্ষাৎ করেন।

•১৭৫৮ খ্রিস্টাব্দের এই দিনে জেমস মন্রো, মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম রাষ্ট্রপতি এর জন্ম।

•১৭৭০ খ্রিস্টাব্দের এই দিনে ক্যাপটেন কুক নিউ সাউথ ওয়েলসে পদার্পণ করেন।

•১৭৮৯ খ্রিস্টাব্দের এই দিনে ফ্লেচার ক্রিশ্চিয়ানের নেতৃত্বে ব্রিটিশ জাহাজ বাউন্টিতে নাবিক বিদ্রোহ সংঘটিত হয়।

•১৭৯৫ খ্রিস্টাব্দের এই দিনে অস্ট্রেলিয়া আবিষ্কারক চার্লস স্টুর্ট জন্মগ্রহণ করেন।

•১৮৬৯ খ্রিস্টাব্দের এই দিনে নিউজিল্যান্ডের চিত্রশিল্পী ফ্রান্সিস মেরি হককিন জন্মগ্রহণ করেন।

•১৯০০ খ্রিস্টাব্দের এই দিনে ওলন্দাজ জ্যোতির্বিদ ইয়ান হেন্ডরিখ ওর্টের জন্ম।

•১৯০৬ খ্রিস্টাব্দের এই দিনে কুর্ট গ্যডল, একজন মার্কিন যুক্তিবিদ, গণিতবিদ এর জন্ম।

•১৯১৯ খ্রিস্টাব্দের এই দিনে লীগ অব নেশনস প্রতিষ্ঠিত হয়।

•১৯২০ খ্রিস্টাব্দের এই দিনে পো্ল্যান্ড ও রাশিয়া যুদ্ধ ঘোষণা।

•১৯২০ খ্রিস্টাব্দের এই দিনে আজারবাইজান কে সোভিয়েত ইউনিয়নের সাথে যুক্ত করা হয়।

•১৯২৪ খ্রিস্টাব্দের এই দিনে স্বাধীনতা সংগ্রামী ও স্বাধীন জাম্বিয়ার প্রথম রাষ্ট্রপতি কেনেথ কাউন্ডার জন্ম।

•১৯৩৬ খ্রিস্টাব্দের এই দিনে মিসরের বাদশাহ ফুয়াদের (প্রথম) মৃত্যু। ফারুক মিসরের বাদশাহ হন।

•১৯৩৭ খ্রিস্টাব্দের এই দিনে সাদ্দাম হুসাইন, ইরাকের সাবেক রাষ্ট্রপতি এর জন্ম।

•১৯৪৫ খ্রিস্টাব্দের এই দিনে ইতালীয় দেশপ্রেমিকদের হাতে ফ্যাসিবাদী একনায়ক বেনিতো মুসোলিনি সপত্নীক নিহত হন।

•১৯৪৭ খ্রিস্টাব্দের এই দিনে হুমায়ুন আজাদ, বাংলাদেশী লেখক এর জন্ম।

•১৯৫২ খ্রিস্টাব্দের এই দিনে জাপান সার্বভৌমত্ব ফিরে পায় এবং গণতান্ত্রিক জাপান প্রতিষ্ঠিত হয়।

•১৯৬৫ খ্রিস্টাব্দের এই দিনে মার্কিন সরকার যুক্তরাষ্ট্রের জনস্বার্থ রক্ষার অজুহাত দেখিয়ে ডোমিনিকান প্রজাতন্ত্রের উপর সামরিক হামলা চালায় ।

•১৯৬৯ খ্রিস্টাব্দের এই দিনে ফ্রান্সের প্রেসিডেন্ট এর পদ থেকে দ্যগল ফ্যান্সের পদত্যাগ।

•১৯৯২ খ্রিস্টাব্দের এই দিনে রোহিঙ্গা শরনার্থী প্রত্যাবর্তনে বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে প্রথম চুক্তি স্বাক্ষরিত হয়।

•১৯৯২ খ্রিস্টাব্দের এই দিনে সার্বিয়া ও মন্টেনেগ্রোকে নিয়ে নতুন যুগোস্লাভিয়া ঘোষণা।

•১৯৯২ খ্রিস্টাব্দের এই দিনে সাবেক সোভিয়েত ইউনিয়নের সাথে আফগান মুজাহিদদের ১৩ বছরের যুদ্ধের পর তারা বিজয় লাভ করে ।

•১৯৯৫ খ্রিস্টাব্দের এই দিনে বাংলাদেশ সরকার হুমায়ুন আজাদের নারী বইটি নিষিদ্ধ ঘোষণা করে।

•২০০১ খ্রিস্টাব্দের এই দিনে ডেনিশ টিটো পৃথিবীর সর্বপ্রথম মহাকাশ পর্যটকের মর্যাদা লাভ করেন।

•২০০৪ খ্রিস্টাব্দের এই দিনে মার্কিন একটি গবেষণা সংস্থা সার্স ভাইরাসের ওষধ আবিষ্কার করেন ।

Googleplus Pint
Like - Dislike Votes 11 - Rating 5.5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)