JanaBD.ComLoginSign Up

প্রতিদিন তিন ঘণ্টা অনিবন্ধিত সিম বন্ধ!

BTRC News 1st May 2016 at 8:19am 735
প্রতিদিন তিন ঘণ্টা অনিবন্ধিত সিম বন্ধ!

অনিবন্ধিত সিমগুলো আগামী ১ মে থেকে প্রতিদিন তিন ঘণ্টার জন্য বন্ধ থাকবে। শনিবার বিকেলে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি) ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

তিনি বলেন, বায়োমেট্রিক পদ্ধতিতে (আঙুলের ছাপ) মোবাইল সিম পুনঃনিবন্ধনের সময়সীমা আগামী ৩১ মে রাত ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে অনিবন্ধিত সিমগুলো ১ মে থেকে প্রতিদিন তিন ঘণ্টার জন্য বন্ধ থাকবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, ৩১ মে রাত ১২টার পর কোনো সতর্ক সঙ্কেত ছাড়াই আমরা অনিবন্ধিত সিমগুলো সম্পূর্ণভাবে ডি-অ্যাকটিভ করে দেব।

অবৈধ কাজে সিমের ব্যবহার বন্ধে গত ১৬ ডিসেম্বর থেকে আঙুলের ছাপ নিয়ে মোবাইল সিম পুনঃনিবন্ধন প্রক্রিয়া শুরু হয়। যার সময়সীমা আজ শনিবার শেষ হওয়ার কথা ছিল।

কিন্তু বাংলাদেশের মানুষের হাতে থাকা ১৩ কোটি মোবাইল সিমের মধ্যে বৃহস্পতিবার সকাল পর্যন্ত মাত্রা ৮ কোটি ৩৮ লাখ বায়োমেট্রিক পদ্ধতিতে পুনঃনিবন্ধিত হয়।

Googleplus Pint
Noyon Khan
Manager
Like - Dislike Votes 6 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)