JanaBD.ComLoginSign Up
জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..
Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "JanaBD.Com"

আজকের রাশিফল : ০৫ মে,২০১৬

আজকের রাশিফল 5th May 2016 at 6:54am 773
আজকের রাশিফল : ০৫ মে,২০১৬

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
বিশেষ কারও সঙ্গে কথা বলতে ও সবসময় কাটাতে বেশি ভালো লাগতে পারে। শুরু হতে পারে প্রেমের সম্পর্ক। সম্পর্ক সার্থক রূপ পেতে সময় লাগবে। ব্যবসায় শুভযোগ বর্তমান। দাম্পত্য সমস্যার সমাধান হবে। শিক্ষায় উন্নতির যোগ আছে। যাত্রাযোগে বাধা।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
সম্পর্কের কিছু প্রশ্নের উত্তর খুঁজলে পাবেন না। প্রেমে মিশ্রযোগ বর্তমান। কর্মে উন্নতি যোগ আছে। দাম্পত্যে সমস্যার সমাধান হতে পারে। উপহার প্রাপ্তির যোগ। বিদেশযাত্রার সুযোগ বর্তমান। শুভ দিক উত্তর।

মিথুন: (২২মে – ২১ জুন)
সামনে থাকলেও প্রেমের মানুষ খুঁজে পেতে সময় লাগবে। ব্যবসায় বাধা আছে। পরিবারে অশান্তি দেখা দিতে পারে। সন্তানকে নিয়ে চিন্তা বাড়তে পারে। সম্পত্তি প্রাপ্তিতে বাধা। যাত্রাযোগে বাধা আছে। অর্থ শুভ।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
নিজের সম্মানের জন্য আপনার লড়াই সামাজিক সম্মান এনে দেবে। কর্মক্ষেত্রে সমস্যা থাকলে তার কিছুটা সুরাহা হবে। ব্যবসায় উন্নতির সম্ভাবনা। প্রেমে সফলতার যোগ। যাত্রাযোগ শুভ। শুভ দিক পশ্চিম।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)
আপনাকে অবাক করা কোনো ঘটনা ঘটতে পারে। এ ঘটনা বা ঘটনাগুলি আপনার পরিকল্পনায় রদবদল ঘটাতে সাহায্য করবে। প্রেম ও দাম্পত্য শুভ। ব্যবসায় আর্থিক লাভ বাড়বে। কর্মে সমস্যা কমবে। শারীরিক সমস্যা বজায় থাকবে। শুভ দিক দক্ষিণ।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
কারও জেলের সামনে আপনাকে অনিচ্ছা সত্ত্বেও বশ্যতা মানতে হতে পারে। প্রেমযোগ মিশ্র। কর্মে সহকর্মীর বাধা। ব্যবসায় মিশ্র ফল লাভ হবে। পরিবারে সমস্যা কমবে। যাত্রাযোগ শুভ।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
আবেগের বশে প্রতিশ্রুতি দিয়ে বসবেন না। এর ফলে বিড়ম্বনা বাড়তে পারে। আর্থিক পাওনা নিয়ে সমস্যা বাড়তে পারে। আর্থিক ক্ষতির যোগ আছে। প্রেমযোগ মিশ্র। দাম্পত্য শুভ। শুভ দিক উত্তর।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
আপনাকে অবাক করে প্রেমে সফলতা আসতে পারে আপনার পরিকল্পিত সময়ের আগে। ব্যবসায় উন্নতির যোগ। কর্মে সাফল্য লাভ করবেন। প্রেমে বাধা মুক্তি হবে। আর্থিক উন্নতির যোগ আছে। বিদেশযাত্রায় বাধা। শুভ দিক পশ্চিম।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
কোনো আত্মীয়ের গোপন শত্রুতার ফলে ব্যবসায় সমস্যা দেখা দিতে পারে। প্রেমে সাফল্য। সামাজিক স্বীকৃতি। পরিবারে আনন্দ। বিনোদনের সুযোগ আছে। শুভ দিক দক্ষিণ।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
যন্ত্র ব্যবহার করার সময় সতর্ক থাকতে হবে। যন্ত্রের দ্বারা আঘাত লাগার সম্ভাবনা আছে। পরিবারে কারও শারীরিক সমস্যা দেখা দিতে পারে। ভ্রমণের সুযোগ আছে। নতুন বন্ধুর সঙ্গে আলাপ। প্রেমে সাফল্য লাভ হবে। কর্মে উন্নতির যোগ আছে। যাত্রাযোগ শুভ।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
আর্থিক লেনদেনের সময় যথেষ্ট সাবধানতা দরকার। দাম্পত্য সমস্যার সমাধান হবে। কর্মে বাধা আসতে পারে। ব্যবসায় লাভ বাড়বে। শুভ খবর আসবে। যাত্রাযোগে বাধা আছে। শুভ দিক উত্তর।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
প্রেম নিয়ে সমস্যা দেখা দিতে পারে। নতুন কাজে উৎসাহ লাভ করবেন। ব্যবসায় নতুন পথের সন্ধান লাভ। যাত্রায় শুভযোগ। আর্থিক লাভ হতে পারে। পারিবারে বিনোদনের যোগ। ভ্রমণের যোগ আছে। শুভ দিক পশ্চিম।

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..

Googleplus Pint
Noyon Khan
Manager
Like - Dislike Votes 14 - Rating 6.4 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)