JanaBD.ComLoginSign Up

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..
Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "জানাবিডি ডট কম"

‘ধুম’ থেকে বাদ অভিষেক, আসছে নতুন চমক!

সিনেমা জগৎ 11th May 2016 at 12:59am 452
‘ধুম’ থেকে বাদ অভিষেক, আসছে নতুন চমক!

বিনোদন ডেস্ক – আজ মঙ্গলবার বলিউডে তোলপাড় ফেলে দিয়েছে একটি গুঞ্জন। ‘ধুম’ থেকে বাদ পড়ছেন অভিষেক বচ্চন। তার জায়গায় কে আসছেন, তা-ও স্থির হয়ে গেছে।


‘ধুম’-এ ভিলেনরাই নায়ক। এ নিয়ে বিতর্কের অবকাশ থাকতে পারে না। চিত্রনাট্য থেকে শুরু করে ক্যামেরার কারুকাজ- সবই আবর্তিত হয়েছে জন আব্রাহাম, হৃতিক রোশন, আমির খানদের ঘিরে। ‘ধুম’ এ বরাবর দুষ্টের দমন করে আসছেন যিনি, সেই অভিষেক তিনটি ছবিতেই ভিলেনদের ছায়ায় ঢাকা পড়ে গিয়েছিলেন। অনেক ম্যাড়মেড়ে লেগেছে তাকে।

এবার ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজি থেকে বাদ পড়তে চলেছেন অভিষেক বচ্চন। ইনস্পেক্টর ‘জয়’ এর ভূমিকায় কে আসবেন, তাও নাকি চূড়ান্ত হয়ে গেছে।

‘ধুম’-এ এবার নাকি ‘ইনস্পেক্টর জয়’-কে আরও ঝকঝকে এবং স্মার্ট করে তোলা হচ্ছে। পাল্টে যাচ্ছে তার চালচলন, কথা বলার ভঙ্গি। গুজব সত্যি হলে, অভিষেক বচ্চনের জায়গায় আসতে পারেন সালমান খান অথবা রণবীর সিং। যশরাজ ফিল্মস-এর সঙ্গে দু’জনের সঙ্গেই কথা বলা হয়েছে বলে শোনা যাচ্ছে। দু’জনই নাকি রাজি।

আগে থেকেই শোনা যাচ্ছিল, এবার ‘ধুম’ এ ভিলেন হতে চলেছেন সালমান খান। রণবীর সিংহের নাম উঠে আসায় মনে করা হচ্ছে, অভিষেকের জায়গায় তিনিই আসছেন।

যদিও, যশরাজ ফিল্মস-এর তরফে এ নিয়ে কিছু বলা হয়নি। এ বছরের শেষে বা আগামী বছরের গোড়ায় শ্যুটিং শুরু হবে ‘ধুম-৪’ এর।


জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..

Googleplus Pint
Like - Dislike Votes 5 - Rating 4 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)