JanaBD.ComLoginSign Up

জেনে নিন সানি লিওন সম্পর্কে ৭ অজানা তথ্য

সিনেমা জগৎ 14th May 2016 at 7:37am 1,867
জেনে নিন সানি লিওন সম্পর্কে ৭ অজানা তথ্য

সানি মানেই মানুষের উন্মাদনা। এবার তাই সানি লিওন সম্পর্কে জেনে নিন এমন কিছু তথ্য, যেগুলো হয়তো আপনি জানেন না।

১. সানি লিওনের স্টেজে পারফর্ম করার জন্য আরও একটি নাম আছে। সেটি হলো কারেন মালহোত্রা।

২. সানির উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। আর তাঁর ওজন ৫০ কেজি।

৩. সানি লিওন একজন নার্স হতে চেয়েছিলেন। কিন্তু পরে তিনি হয়ে যান পর্নস্টার। আর এখন তো তিনি বলিউড ফিল্মের অভিনেত্রীও বটে।

৪. জিসম ২ দিয়ে বলিউডে যাত্রা শুরু হয় সানি লিওনের। কিন্তু তাঁর বলিউডে ডেব্যু হওয়ার কথা ছিল মোহিত সুরির কলিযুগ ফিল্ম দিয়ে। কিন্তু টাকায় না পোষানোয় সানি ওই ফিল্ম করেননি।

৫. বলিউড ফিল্মে কাজ শুরুর আগে সানি লিওন মোট চারবার ভারতে ঘুরতে এসেছিলেন।

৬. সানি শুধু পর্ন ফিল্মে অভিনয়ই করেননি। ৪২টি পর্ন ফিল্ম তিনি পরিচালনা করেছেন!

৭. সানি লিওনের আসল নাম হলো করণজিত কৌর বোহরা।

Googleplus Pint
Mizu Ahmed
Manager
Like - Dislike Votes 10 - Rating 7 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)