JanaBD.ComLoginSign Up

সালমানের প্রেমিকা লুলিয়া বিবাহিত

সিনেমা জগৎ 15th May 2016 at 1:03pm 1,045
সালমানের প্রেমিকা লুলিয়া বিবাহিত

রোমানিয়ান সুন্দরী লুলিয়া ভান্তুর ও বলিউড অভিনেতা সালমান খানের প্রেমের গুঞ্জন নতুন কিছু নয়। সম্প্রতি শোনা যায়, খুব শিগগিরই বিয়ের ঘোষণা দিবেন সালমান খান। সে ঘোষণা দেয়ার কথাও ছিল প্রীতি জিনতার বিবাহোত্তর সংবর্ধনায়। কিন্তু শেষ পর্যন্ত তাদের পক্ষ থেকে কোন ঘোষণা আসেনি।

এ সবই এখন পুরাতন খবর। নতুন খবর হলো- লুলিয়া ভান্তুর এর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এতদিন তা গোপন থাকলেও এবার তা প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, সালমান খানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর আগে রোমানিয়ান সংগীত পরিচালক মারিয়াস মোগার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন লুলিয়া। সাবেক স্বামীর সঙ্গে তোলা কিছু ছবি সম্প্রতি ছড়িয়ে পড়েছে ভার্চুয়াল দুনিয়ায়।

প্রাক্তন স্বামী মারিয়াসের সঙ্গে লুলিয়া
দীর্ঘদিন প্রেম করে ২০০৭ সালে বিয়ে করেন লুলিয়া-মারিয়াস। প্রেম করে বিয়ে করলেও তাদের সে বন্ধন বেশিদিন স্থায়ী হয়নি। চার বছরের মাথায় ২০১১ সালে সংসার জীবনের ইতি টানেন এই জুটি। ২০১১ সালে দুবাইতে এক থা টাইগার সিনেমার চিত্রায়নের সময় লুলিয়ার পরিচয় হয় সালমান খানের সঙ্গে। তারপরের ঘটনা কারো অজানা নয়।

Googleplus Pint
Like - Dislike Votes 6 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)