JanaBD.ComLoginSign Up

'দুষ্টু শক্তি' আটকাতে ঘরের দরজা ছোট করা হয়!

সাধারন অন্যরকম খবর 18th May 2016 at 7:21am 412
'দুষ্টু শক্তি' আটকাতে ঘরের দরজা ছোট করা হয়!

হিমালয় ঘেরা ছোট্ট এই দেশটা ভীষণ শান্তিপ্রিয়। সূর্যোদয়ের সঙ্গে ঘুম ভাঙে। আবার সূর্য অস্ত যেতেই যেন ঘুমিয়ে পড়ে। ছবির মতো সুন্দর এই দেশে রাস্তায় রাস্তায় হাঁটতে হাঁটতে মাঝে মাঝেই কানে আসে.. ঢং ঢং ঢং... বুদ্ধং শরণং গচ্ছামি। চোখে পড়ে বৌদ্ধ ভিক্ষুদের।

হ্যাঁ, বলছি ভুটানের কথা। শান্তিপ্রিয়, নিরীহ এই দেশে এমন এক সংস্কার আছে, যা জানলে আপনি অবাক হয়ে যাবেন।

বাড়িতে যাতে 'দুষ্ট শক্তি' ঢুকতে না পারে, তাই এখানে সব বাড়ির দরজা ছোট। মাথা নিচু করে ঢুকতে হয়। শুধু কি তাই? আরও এমন একটা কুসংস্কার আছে ভুটানে, যা দেখলে আপনার চোখ ছানাবড়া হয়ে যাবে।

তাই আর দেরি না করে এবার বরং ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ুন। ঘুরে আসুন একবার হিমালয়ে কোলের এই দেশটিতে।

Googleplus Pint
Noyon Khan
Manager
Like - Dislike Votes 10 - Rating 7 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)