JanaBD.ComLoginSign Up

৩ বছর পর অস্ট্রেলিয়ার দলে হেনরিকস

ক্রিকেট দুনিয়া 24th May 2016 at 1:02pm 342
৩ বছর পর অস্ট্রেলিয়ার দলে হেনরিকস

জুলাই মাসে শ্রীলঙ্কা সফরে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এই সফরে তারা লঙ্কানদের বিপক্ষে তিনটি টেস্ট, পাঁচটি ওডিআই ও দুইটি টি-টোয়েন্টি খেলার কথা রযেছে। আসন্ন সেই সিরিজেকে কেন্দ্র করে স্টিভেন স্মিথের নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।

পাঁচ বছর আগে সর্বশেষ শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়া। অধিনায়ক হিসেবে মাইকেল ক্লার্কের প্রথম সিরিজে অস্ট্রেলিয়া তিন ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জয়ী হয়েছিল।

সদ্য ঘোষিত স্কোয়াডে অস্ট্রেলিয়ার দলে সবচেয়ে বড় আকর্ষন হচ্ছে মোজেস হেনরিকসের দলে ফেরা। আইপিএলের চলমান আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দারুণ পারফরম্যান্সের মধ্য দিয়ে নির্বাচকদের নজর কেড়েছেন তিনি। ফলে প্রায় তিন বছর পর অস্ট্রেলিয়ার টেস্ট দলে জায়গা করে নিলেন তিনি। তাকে ছাড়া অস্ট্রেলিয়া দলে জায়গা পেয়েছেন নাথান কাল্টার-নিল। তবে ১৫ সদস্যের ওই দলে জায়গা হয়নি গ্লেন ম্যাক্সওয়েলে। যিনি বর্তমানে ইনজুরি কাটিয়ে উঠতে আইপিএল ছেড়ে দেশে অবস্থান করছেন।

সফরের প্রথম টেস্ট ম্যাচটি পাল্লেকেলেতে শুরু হবে আগামী ২৬ জুলাই। আগামী ১১ জুলাই শ্রীলঙ্কায় পা রাখবে টিম অস্ট্রেলিয়া। টেস্ট সিরিজের আগে বেশ কিছু অনুশীলন ম্যাচ খেলার কথা রয়েছে তাদের।

শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়া স্কোয়াড :
স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, জ্যাকসন বার্ড, জো বার্নস, নাথান কাল্টার-নিল, জস হ্যাজেলউড, মোজেস হেনরিকস, উসমান খাজা, নাথান লিয়ন,মিচেল মার্শ, শন মার্শ, পিটার নেভিল, স্টেফান ও’কেফে, মিচেল স্টার্ক, অ্যাডাম ভোজেস।

Googleplus Pint
Like - Dislike Votes 9 - Rating 5.6 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)