JanaBD.ComLoginSign Up

ঐশ্বরিয়ার বেগুনি ঠোঁট নিয়ে কী বললেন অমিতাভ?

বিবিধ বিনোদন 30th May 2016 at 11:46pm 756
ঐশ্বরিয়ার বেগুনি ঠোঁট নিয়ে কী বললেন অমিতাভ?

ভাবতে পারেন, ঘটনার প্রায় দু’সপ্তাহ পরে এখনও ফ্যাশন দুনিয়ার চর্চায় ঐশ্বরিয়া রাই বচ্চনের বেগুনি লিপস্টিক! আর এ বার এ নিয়ে মুখ খুললেন স্বয়ং অমিতাভ বচ্চন।

সম্প্রতি অমিতাভের কাছে জানতে চাওয়া হয়, ঐশ্বরিয়ার বেগুনি লিপস্টিক নিয়ে যে এত চর্চা হচ্ছে, এ ব্যাপারে তাঁর কী মত? উত্তরে বিগ বি বলেন, ‘আমি ঐশ্বর্যাকে বেগুনি লিপস্টিকে দেখিনি, তবে এর মধ্যে ভুল কী আছে? এখন তো সোশ্যাল মিডিয়ায় আমরা নিজেদের এক্সপ্রেস করার সুযোগ পাই। জানতে পারি আমাদের সম্বন্ধে দর্শকরা কী ভাবছেন? আগে তো সে সুযোগও ছিল না। সকলেরই নিজেদের এক্সপ্রেস করার গণতান্ত্রিক অধিকার রয়েছে। ফলে ও যদি এটা করে, তাহলে তো তাতে কোনো ভুল নেই।’

বেগুনি লিপস্টিক পরে সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক হয়েছিলেন রাই সুন্দরী। তবে তা নিজের মতো করে সামলেওছিলেন। আর এবার পাশে পেলেন অমিতাভকেও।

সূত্র: আনন্দবাজার

Googleplus Pint
Like - Dislike Votes 8 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)