JanaBD.ComLoginSign Up

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..
Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "জানাবিডি ডট কম"

৯ শর্তে কোহলিদের জন্য কোচ চেয়ে বিজ্ঞপ্তি

ক্রিকেট দুনিয়া 2nd Jun 2016 at 11:30am 426
৯ শর্তে কোহলিদের জন্য কোচ চেয়ে বিজ্ঞপ্তি

বিরাট কোহলি-মহেন্দ্র সিং ধোনিদের কোচের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে বিসিসিআই৷জানা যায়, ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এ ধরনের বিজ্ঞপ্তি জারি এটাই প্রথম।বুধবার সন্ধ্যায় নিজেদের ওয়েবসাইটে ভারতীয় দলের হেড কোচ চেয়ে বিজ্ঞপ্তি জারি করেন অনুরাগ ঠাকুর ৷ আবেদনের শেষ তারিখ আগামী ১০ জুন।

এর আগে ডানকান ফ্লেচার ২০১৫ সালে অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ চলা পর্যন্ত ভারতীয় দলের কোচের দায়িত্বে ছিলেন৷ কিন্তু চুক্তি শেষ হয়ে যাওয়ার পর তার সঙ্গে সেটি আর নবায়ন হয়নি৷ তার বদলে ২০১৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ থেকে টিম ডিরেক্টর পদে থাকা রবি শাস্ত্রীকে হেডকোচের দায়িত্বে রেখে দেওয়া হয়৷

পাশাপাশি সঞ্জয় বাঙ্গারকে ব্যাটিং কোচ, ভরত অরুনকে বোলিং কোচ এবং ফিল্ডিং কোচ হিসেবে আর শ্রীধরকে দায়িত্ব দিয়েছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড৷

কিন্তু চলতি বছরে টি-২০ বিশ্বকাপের পর নতুন চুক্তি করা হয়নি বোর্ডের তরফ থেকে৷জুন মাসে আসন্ন জিম্বাবুয়ে সফরের জন্য সঞ্জয় বাঙ্গারকে হেড কোচ এবং অনূর্ধ্ব-১৯ ও ভারতীয় ‘এ’ দলের সঙ্গে কাজ করা অভয় শর্মাকে ফিল্ডিং কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে৷

বিজ্ঞপ্তিতে ভারতীয় দলের কোচ হওয়ার জন্য ৯ টি যোগ্যতার কথা উল্লেখ করা হয়েছে৷

১. কোহলিদের কোচ হতে গেলে সফলভাবে আইসিসির অন্তর্ভুক্ত সদস্য দেশগুলির জাতীয় বা প্রথম শ্রেণির দলকে কোচিং করানোর অভিজ্ঞতা থাকতে হবে৷

২. কোনও আবেদনকারীর যদি টেস্ট খেলিয়ে দেশগুলির মধ্যে থেকে কোনও এক দেশের থেকে পাওয়া ভালো কোচ হওয়ার প্রশংসাপত্র থাকে তাহলে তিনি অগ্রাধিকার পাবে৷

৩. প্রত্যেককে ভারতীয় দলের জন্য ভবিষ্যত পরিকল্পনার একটি প্রেজেন্টেশন জমা দিতে হবে৷

৪.কীভাবে ভারতীয় ক্রিকেটারদের ব্যক্তিগত বা দলীয় পারফরম্যান্স সময়োপযোগী এবং ধারাবাহিকভাবে ভালো করা যায় তার খসড়া জমা দিতে হবে৷

৫. দলের শৃঙ্খলারক্ষার পাশাপাশি স্পোর্টস সাইকোলজি এবং স্পোর্টস মেডিসিনের ব্যবহার কীভাবে করা হবে এবং এগুলির সাহায্যে কীভাবে ব্যক্তিগত পারফরম্যান্স বাড়িয়ে দলের উন্নতি করতে হবে তারও একটি রূপরেখা জমা দিতে হবে৷

৬. দলের মধ্যে বোঝাপড়া বাড়ানোর জন্য ভাষা খুবই গুরুত্বপূর্ণ৷ সেক্ষেত্রে ইংরেজির পাশাপাশি রাষ্ট্রীয় ভাষা হিন্দি বা কোনও আঞ্চলিক ভাষা জানা ব্যক্তি অগ্রাধিকার পাবেন৷

৭. ক্রিকেটে ব্যবহৃত আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান থাকা প্রয়োজন৷

৮. আবেদনকারী ব্যক্তির ব্যক্তিগত রেকর্ড ভালো হতে হবে৷ আইসিসির সদস্য দেশ বা অ্যাসোসিয়েট দেশের সঙ্গে অতীত বা বর্তমানে কোনও খারাপ সম্পর্ক থাকবে না৷

৯. ভবিষ্যত প্রজন্মের ক্রিকেটার তুলে আনতে এনসিএ বা ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিকে কীভাবে ব্যবহার করা হবে বা এনসিএ-র পরিকাঠামোর কী কী উন্নতি প্রয়োজন তার একটি খসড়াও জমা দিতে হবে৷


জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..

Googleplus Pint
Like - Dislike Votes 13 - Rating 6.2 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)