JanaBD.ComLoginSign Up

Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "জানাবিডি ডট কম"

যে কারণে আপনি ‘বেস্ট ফ্রেন্ড’-এর প্রেমে পরতে পারেন

লাইফ স্টাইল 3rd Jun 2016 at 1:45am 620
যে কারণে আপনি ‘বেস্ট ফ্রেন্ড’-এর প্রেমে পরতে পারেন

ইংরেজি সাহিত্যের লেখক ভার্জিনিয়া উলফ বলেছিলেন, ‘কেউ কেউ পুরোহিতের কাছে যায়, কেউ কবিতার কাছে, আমি যাই বন্ধুর কাছে।’ আমাদের রহস্যময়তার পরীক্ষণে প্রাপ্ত সবচেয়ে সৌন্দর্যময় জিনিসগুলো হলো শিল্প, বিজ্ঞান এবং বন্ধুত্ব।

বন্ধুত্ব একমাত্র সিমেন্ট যা সবসময় পৃথিবীকে একত্র রাখতে পারবে। আমরা বন্ধুর কাছ থেকে মমতা চাই, সমবেদনা চাই, সাহায্য চাই ও সেই জন্যই বন্ধুকে চাই। ‘বন্ধুত্বের হয় না পদবি, বন্ধু আমায় ছেড়ে যেও না।’ এই আকুতি সত্যি হওয়ার যথেষ্টই কারণ রয়েছে। আর সেই কারণগুলো জানলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। এসব কারণ সত্যি সত্যি আপনার জীবনে ঘটলে হয়তো ‘বেস্ট ফ্রেন্ড’-এর বাহুডোরেই মিলতে পারে প্রেম।

★ ‘বেস্ট ফ্রেন্ড’-এর প্রেমে পড়ার কারণ আছে। জেনে নিন কারণগুলো....

১) এমন এক সুন্দর মুহূর্ত, যার কথা শুধু আপনি আর আপনার বেস্ট ফ্রেন্ডই জানান।

২) হয়তো ঠাট্টার ছলেই বন্ধুকে জীবন সঙ্গী হিসেবে পেতে চেয়েছিলেন কোনো একদিন। সেই স্মৃতি কিন্তু, একদিন আপনাদের দু’জনকেই কাঁপিয়ে দিতে পারে।

৩) দু’জনের বন্ধুত্ব এমনই যে একে অপরের ডেটিং-এ সঙ্গী হলেন। আর আপনাদের বন্ধুত্ব দেখে দু’জনের সঙ্গীরই ভিড়মি খাওয়ার জোগাড়।

৪) বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড হিসেবে আপনারা একে অপরের কাছে কেমন তা হয়তো অলক্ষ্যে জরিপ করে বসে আছেন।

৫) আপনারা একে অপরের পরিবার এবং অন্য বন্ধুদের সঙ্গে মোলাকাত করেছেন ও তাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে।

৬) আপনারা একে অপরের বহু গোপন কথা জানেন।

৭) কীভাবে একে অপরের বিগড়ে যাওয়া মুড ঠিক করতে হয় তা জানেন।

৮) একে অপরকে ছাড়া সময় কাটানো অসম্ভব হয়ে পড়ে। একে অপরকে ছেড়ে অন্যদের সঙ্গে আড্ডাও মারতে চান না।

৯) নিজের নিজের ব্যক্তিগত মহলে দু’জনকেই সমানে এই প্রশ্নের মুখে পড়তে হয় যে আপনাদের মধ্যে কীভাবে বন্ধুত্ব হলো।

১০) একে অপরের সব ‘ব্রেক আপ’-এর খবর জানেন।

১১) আপনারা দু’জনেই জানেন কীভাবে একে অপরকে ‘চিয়ার আপ’ করতে হয়।

১২) আপনারা যখন একে অপরের কাছাকাছি থাকেন তখন নিজেদেরকে নিরাপদ বলে বোধ করেন।

একজন ছেলে আর একজন মেয়ে অবশ্যই প্রথমে বন্ধু হয়। ভালো লাগা থেকে ভালোবাসা হতেই পারে। কিন্তু সব ক্ষেত্রে হবে এমনটা না। যেমন একজন মেয়ের যদি একাধিক বন্ধু হয়, তার মানে এটা না সে ওদের সবাইকে ভালোবাসে। একই কথা ছেলের ক্ষেত্রেও প্রযোজ্য। বন্ধুত্ব যদি সীমার মধ্যে থাকে, তবে অবশ্যই সারা জীবন বন্ধু হয়ে থাকা সম্ভব।

আসলে সম্পর্ক কীভাবে কোন দিকে মোড় নেবে তা একান্তই দুটো মানুষের ইচ্ছার ওপর নির্ভর করে। যদি ভালোবাসা হয়েও যায়, তবে বন্ধুকে ভালোবাসা যায়। বন্ধুত্বেও ভালোবাসা থাকে।

Googleplus Pint
Like - Dislike Votes 6 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)